সর্বশেষ সংবাদ

ব্যক্তি পর্যায়ের উদ্যোগে দেশে গড়ে উঠেছে বিনোদন পার্ক রাইড তৈরি শিল্প


দেশের বিনোদন পার্কগুলোতে বেশিরভাগ রাইড দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে। এসব রাইড টেকসই ও নিরাপদ এবং গুণগত মানের দিক থেকেও সন্তোষজনক। এমনকি বিনোদন পার্কের জন্য আমদানিকৃত রাইডগুলোও দেশেই তৈরি করা সম্ভব। দেশে জনসংখ্যা ও চাহিদার তুলনায় বিনোদন পার্কের সংখ্যা খুবই নগণ্য। বিশেষত প্রায় দেড় কোটি মানুষের নগরী ঢাকায় ঘরোয়া পরিসরের বাইরে নাগরিকদের চিত্তবিনোদনের ব্যবস্থা খুব নাজুক।

 



ঢাকা মহানগরীতে বর্তমানে রাইডসম্বলিত মূলধারার বিনোদন পার্ক ১০-১২টি এর মধ্যে ১ টি বাদে বাকি সব শিশু পার্ক গড়ে উঠেছে বেসরকারি উদ্যোগে। গুটি কয়েক প্রতিষ্ঠানের ও ব্যক্তি পর্যায়ের উদ্যোগে দেশে গড়ে উঠেছে বিনোদন পার্ক রাইড তৈরি শিল্প। এতে সাশ্রয় হচ্ছে বৈদেশিক মুদ্রা, তৈরি হচ্ছে কর্মসংস্থান। আর এই যাত্রায় অন্যতম অগ্রগামী ভুমিকা পালন করছে "রাহা ইঞ্জিয়ারিং ওয়ার্কশপ"।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.